× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মাদ্রাসার দেয়াল ভেঙে ১২ শিক্ষার্থী আহত

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

১০ অক্টোবর ২০২৪, ১০:৩০ এএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পিএম

ছবিঃ মিজানুর রহমান মিজান।

লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান হাফেজিয়া ও কওমি মাদ্রাসায়  চলন্ত  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরে প্রবেশ করে।এতে দেয়াল ভেঙে ১২ শিক্ষার্থী আহত হয়।

আজ (১০ অক্টোবর) রাত তিনটায় ঘুমন্ত মাদ্রাসা শিক্ষার্থীর উপর দেয়াল ভেঙে পরে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান গভীর রাত্রে মালামাল বিহীন ওই ট্রাকটি লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদ্রাসার ওয়ালে ধাক্কা দিলে মাদ্রাসার ওয়াল ভেঙ্গে পড়ে ভিতরে ঘুমন্ত শিক্ষার্থীরা আহত হয়। আহত মুরসালিন (১২) নোমান (১১) সহ  ৩-৪জনের অবস্থা গুরুতর।

মাদ্রাসা কমিটির কয়েক জন সদস্য জানায়, মহাসড়ক থেকে মাদ্রাসাটি ৫ ফিট কাছেই হওয়ায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কতৃপক্ষ মাদ্রাসা সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মান করে দেয় তাহলে ঝুঁকি কমবে।মাদ্রাসা ছাত্রদের কয়েকজন সাথে কথা বলে  জানা যায় তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে।কর্তৃপক্ষ যেন তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।

মাদ্রাসার মুহতামিন হাফেজ মাওলানা মোহাম্মদ নুর আলম জানান,মাদ্রাসা ৫ তলা ভবনের ভিত্তি দেয়ার কাজ হয়েছে। কিন্তু অর্থের সংকটে কাজের গতি কম। স্থানীয় ও সরকারি ভাবে সহায়তার হাত বাড়ালে নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে ঝুঁকি কমবে।।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.